Ads-Top-1
Ads-Top-2

ময়মনসিংহে মৎস্য প্রযুক্তি সম্প্রসারণে গণমাধ্যমের প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মে ২০১৮, বৃহস্পতিবার
প্রকাশিত: 12:25:00

ময়মনসিংহের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) উদ্যোগে মৎস্য প্রযুক্তি সম্প্রসারণে গণমাধ্যমের ভূমিকা নিয়ে দুই দিনব্যাপী শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মে) সকালে শহরতলীর দিগারকান্দা এলাকায় অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট অডিটোরিয়ামে মহাপরিচালক ড.ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন। বিশেষ অথিতি, বিএফআরআই পরিচালক ড. মো: খলিলুর রহমান, গবেষক ড. মো: নুরুল্লাহ, দৈনিক জাহান সম্পাদক রেবেকা ইয়াসমিন প্রমুখ।

এসময় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বাংলাদেশের নদী, খাল, এবং বিলের জলাশয়ের মিঠা পানির বিভিন্ন প্রজাতির বিলিন হয়ে যাওয়া দেশীয় মাছের বর্তমান অবস্থা ও উন্নয়নে আগামীর সম্ভাবনা নিয়ে তাদের গবেষণালব্ধ প্রযুক্তি উপস্থাপন করেন। এদিকে অনুষ্ঠান চলাকালে ময়মনসিংহে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীরা মৎস্য প্রযুক্তি সম্প্রসারণে এ প্রশিক্ষণ নেন।

ব্রেকিংনিউজ/ এমআর/ এসএ 

Ads-Sidebar-3
Ads-Sidebar-3
Ads-Sidebar-3
সর্বশেষ খবর
Ads-Sidebar-3
Ads-Top-1
Ads-Top-2