Ads-Top-1
Ads-Top-2

ভারতে বজ্রপাতে ১৩ ঘণ্টায় ৫০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মে ২০১৮, বুধবার
প্রকাশিত: 03:46:00 আপডেট: 03:49:00

ভারতের উত্তরাঞ্চলে প্রবল ঝড় ও বজ্রপাতে আন্তত ৫০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহতের সংখ্যা গণনা সম্ভব হয়নি। দেশটির কর্তৃপক্ষ বলছে মঙ্গলবারের (২৯ মে) ওই ঝড়ে অনেক গ্রামাঞ্চল বিধ্বস্ত হয়েছে।

প্রবল বাতাসে ও বিদ্যুৎচমকানোর কারণে উত্তর ভারতের অনেক গ্রামই ধ্বংসস্তুপের মত হয়েছে। ঘরের দেয়াল ভেঙে অনেক মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিহারেই ২০জন মানুষ মারা গেছেন। গত এক সপ্তাহে উত্তর ভারতে ১০০জন মানুষ বজ্রপাতে নিহত হয়েছেন। এছাড়া, বজ্রসহ বিদ্যুৎচমকানোর কারণে মৌসুমি বায়ুর প্রভাবে বন্যার ভয়ও আছে।

উত্তর প্রদেশে ১৫জন মারা গেছেন। এর মধ্যে ঝাড়খন্ডেই ১২জন। ভারতীয় বার্তসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরখন্ডে দেয়াল ধসে তিন শিশু মারা গেছে।

দেশটির আবহাওয়া অফিস বলছে, গত ১৩ ঘণ্টায় ৩৬৭৪৯ বার বজ্রপাতের ঘটনা ঘটেছে। 

ভারতের জাতীয় অপরাধ তথ্যসংরক্ষণ ব্যুরো বলছে, ২০০৫ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে ২ হাজার মানুষ বজ্রপাতে মারা গেছেন।

ব্রকিংনিউজ/এইচএ

Ads-Sidebar-3
Ads-Sidebar-3
সর্বাধিক পঠিত
Ads-Sidebar-3
সর্বশেষ খবর
Ads-Sidebar-3
Ads-Top-1
Ads-Top-2