Ads-Top-1
Ads-Top-2

আক্ষেপ নয়, আহ্বান

সীমা কুণ্ডু
২৪ মে ২০১৮, বৃহস্পতিবার
প্রকাশিত: 04:12:00

রোদ্দুরে গলিয়ে মন
ভুলে থাকে এ জীবন
শুধু ভোলে না ‘ফিরে যাও’
 
 
তবুও দুপুর হলে
আকাশের করতলে
এ মন উধাও।
 
 
ঠোঁটেতে বাসনা থাকে
দুঃখ দাঁতের ফাঁকে
তপ্ত দ্বিগুণ
 


 
রোজ আসে, রোজ খোঁজে
কে বোঝে, কে না-বোঝে
তার সুচারু আগুন।
 
 
এসো ফিরে প্রিয়তম
বিষাক্ত-মনোরম
মিটে নিই যত ব্যত্যয়
 
 
ভুল বুঝে যত ভুল
ভুলে হই উন্মুল
এ জীবন ছায়াময়।
 
ব্রেকিংনিউজ/সীমা/জিসা
 

Ads-Sidebar-3
Ads-Sidebar-3
সর্বাধিক পঠিত
Ads-Sidebar-3
সর্বশেষ খবর
Ads-Sidebar-3
Ads-Top-1
Ads-Top-2