Ads-Top-1
Ads-Top-2

বেনাপোলে ২০টি স্বর্ণের বার উদ্ধার

জেলা প্রতিনিধি
২২ মার্চ ২০১৮, বৃহস্পতিবার
প্রকাশিত: 02:13:00
বেনাপোলে ২০টি স্বর্ণের বার উদ্ধার

যশোরের বেনাপোল থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার বেনাপোল বন্দর থানার সাদীপুর মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন খবরের ভিত্তিতে তারা সকালে সাদীপুর মাঠে অভিযান চালায়। এসময় ভারত ও বাংলাদেশের দুজন স্বর্ণের বারগুলো বিনিময় করছিলো। 

বিজিবির সদস্যদের দেখে তারা একটি ব্যাগ ফেলে ভারতে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ওই শপিং ব্যাগ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজিবি রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার মামুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। ওই ব্যাগ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।’

ব্রেকিংনিউজ/এমআর

Ads-Sidebar-3
Ads-Sidebar-3
Ads-Sidebar-3
Ads-Top-1
Ads-Top-2