Ads-Top-1
Ads-Top-2

নেত্রকোনায় ‘বিজয় ভাস্কর্য’ নির্মাণের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি
১২ মার্চ ২০১৮, সোমবার
প্রকাশিত: 01:37:00
নেত্রকোনায় ‘বিজয় ভাস্কর্য’ নির্মাণের দাবিতে মানববন্ধন

নেত্রকোনার আনন্দবাজার কৃষিফার্ম কর্নারে ‘বিজয় ভাস্কর্য’ নির্মাণের দাবিতে জেলা শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১১ মার্চ) জেলা প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাজ, জনউদ্যোগ, নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলন ও স্থানীয় সাংস্কৃতিক সামাজিক সংগঠনসমূহের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে জেলা সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান, জেলা উদীচীর সভাপতি মোজাম্মেল হক বাচ্চু, সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, সঞ্জয় সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

ব্রেকিংনিউজ/এমআর 

Ads-Sidebar-3
Ads-Sidebar-3
Ads-Sidebar-3
Ads-Top-1
Ads-Top-2