Ads-Top-1
Ads-Top-2

নুরালাপুরে যুবলীগ সম্পাদক আইয়ূব সভাপতি ফয়সাল

নরসিংদী প্রতিনিধি
১০ মার্চ ২০১৮, শনিবার
প্রকাশিত: 01:42:00 আপডেট: 06:02:47
নুরালাপুরে যুবলীগ সম্পাদক আইয়ূব সভাপতি ফয়সাল

নরসিংদীর মাধবদীতে নুরালাপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মার্চ) সন্ধ্যায় এ সম্মেলনের প্রধান অতিথি পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম (বীর প্রতীক) আগামী তিন বছরের জন্য আইয়ূব মোল্লাকে সাধারণ সম্পাদক এবং ফয়সাল বিন ইসলামকে সভাপতি করে এ কমিটির ঘোষণা করেন।
 
প্রতিমন্ত্রী বক্তব্যে বলেন, ‘নুরালাপুর ইউনিয়ন বিএনপির পাল ভেঙ্গে আওয়ামী লীগের জোয়ার উঠেছে। এ জোয়ার আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে আলহাজ্ব খাদেমুল ইসলাম ফয়সাল ইউপি নির্বাচন করবেন।’ তিনি খাদেমুল ইসলামকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য নুরালাপুর বাসীদের প্রতি আহ্বান জানান।
 
সম্মেলনে ফয়সাল বিন ইসলামের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিনেল নরসিংদী সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন কমিশনার। প্রধান বক্তা ছিলেন নরসিংদী সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এসএম সেলিম সীকু। বিশেষ অতিথি ছিলেন মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক।
 
এছাড়া নরিসংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন কমিশনার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, মাধবদী শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সালাহ উদ্দিন আহম্মেদ, নুরালাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানাউল্লাহ মোল্লাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ব্রেকিংনিউজ/শাহিন/পিআর

Ads-Sidebar-3
Ads-Sidebar-3
Ads-Sidebar-3
Ads-Top-1
Ads-Top-2