Ads-Top-1
Ads-Top-2

মসজিদের পাশেই মুশফিকের শান্তি!

স্যোশাল মিডিয়া ডেস্ক
৭ মার্চ ২০১৮, বুধবার
প্রকাশিত: 07:42:00 আপডেট: 12:00:00

মসজিদ, মন্দির কিংবা গির্জা- এইসব পবিত্র স্থানে এলে এমনিতেই মন ভালো হয়ে যায়। মানসিকতায়ও আসে পবিত্রতা। মন হয় অমলিন, দুঃশ্চিন্তামুক্ত। আর সেজন্যই হয়তো বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম শান্তির স্থান হিসেবে মসজিদকেই বেছে নিলেন। জানালেন মসজিদ নিয়ে নিজের অনুভূতির কথাও। 

গেল পরশু (সোমবার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে মুশি লিখেছেন, ‘যদি আপনি নামাজি হন, আর আপনার হোটেলের পাশে যখন কোনো মসজিদ থাকে তবে এর চেয়ে আনন্দের বা শান্তির আর কিছুই হতে পারে না।’

নিজের ভেরিফায়েড পেজে দেয়া ওই স্ট্যাটাসে তিনি একটি মসজিদের ছবিও আপলোড করেন।গত রবিবার দিদাহাস ট্রফির মিশনে দলের অন্যতম সদস্য হিসেবে শ্রীলঙ্কা পৌঁছেন মুশফিকও। শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর উদযাপন উপলক্ষে লঙ্কান ক্রিকেট বোর্ড নিদাহাস ট্রফির আয়োজন করেছে। ৫০ বছর পূর্তিতে নিদাহাস ট্রফি ওয়ানডে ফরম্যাটে হলেও এবার সেটি গড়াচ্ছে টি-২০তে। 

তিন দেশের অংশ নেয়া সিরিজের প্রথম ম্যাচে গতকাল মঙ্গলবার শক্তিশালী ভারতকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলা রয়েছে যথাক্রমে ১০, ১৪ ও ১৬ তারিখে।

কলম্বোর বিখ্যাত প্রেমাদাসা স্টেডিয়ামেই হবে সব কয়টি খেলা। আগামী ১৮ মার্চ শেষ হয়ে সিরিজ।

ব্রেকিংনিউজ/এমআর

Ads-Sidebar-3
Ads-Sidebar-3
Ads-Sidebar-3
Ads-Sidebar-3
Ads-Top-1
Ads-Top-2