Ads-Top-1
Ads-Top-2

রংপুরে বিএনপির লিফলেট বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর
১ মার্চ ২০১৮, বৃহস্পতিবার
প্রকাশিত: 04:19:00 আপডেট: 06:02:47
রংপুরে বিএনপির লিফলেট বিতরণ

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রংপুর মহানগরীতে লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মার্চ) বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন এর নেতৃত্বে এ লিফলেট বিতরণ কর্মসূচি বিতরণ করা হয়। 

সকাল থেকে গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে আসতে শুরু করে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, ওলামাদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে বেলা সাড়ে ১২টার দিকে বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ করতে দলীয় কার্যালয় থেকে বের হতে চাইলে পুলিশ প্রথমে তাদের বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়। 

পরে বিএনপির নেতাকর্মীরা পুলিশি বাধা উপেক্ষা করে রংপুর মহানগরীর প্রধান সড়কে বের হয়ে লিফলেট বিতরন করে।
এসময় বিএনপির সাবেক সংসদ সদস্য সাহিদার রহমান জোসনা, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক মেয়র মামুনুর রশিদ মামুন, মহানগর বিএনপির যুগ্ন সম্পাদক মির্জা বাবর বাবলু, জেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ হারুন, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুর রহমান জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্রেকিংনিউজ/সোহেল/ওয়াইএ

Ads-Sidebar-3
Ads-Sidebar-3
Ads-Sidebar-3
Ads-Top-1
Ads-Top-2