Ads-Top-1
Ads-Top-2

অরক্ষিত লেভেল ক্রসিংয়ে নিহত ২, ট্রেন চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
৩ জানুয়ারি ২০১৮, বুধবার
প্রকাশিত: 12:48:00 আপডেট: 12:00:00

আবারও অরক্ষিত লেভেল ক্রিসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ ব্যক্তির। গাজীপুরের সালনায় এ ঘটনায় কভার্ডভ্যানের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।

মঙ্গলবার সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি।

এ ঘটনায় দুর্ঘটনার পর ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় জয়দেবপুর রেলওয়ে জংশনে একাধিক ট্রেন আটকা পড়ে আছে। এতে ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন, কভার্ডভ্যানটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় জয়দেবপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হন। 

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান স্টেশন মাস্টার।

ব্রেকিংনিউজ/এমআর

Ads-Sidebar-3
Ads-Sidebar-3
Ads-Sidebar-3
সর্বশেষ খবর
Ads-Sidebar-3
Ads-Top-1
Ads-Top-2