Ads-Top-1
Ads-Top-2

মুরগির খামারে আশ্রয় নিয়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট,
ব্রেকিংনিউজ.কম.বিডি
১৮ আগস্ট ২০১৭, শুক্রবার
প্রকাশিত: 04:09:00 আপডেট: 12:00:00
মুরগির খামারে আশ্রয় নিয়ে শিশুর মৃত্যু

সিলেট: সিলেটে কুকুরের ভয়ে মুরগির খামারে আশ্রয় নিয়ে প্রাণ গেলো ৭ বছরের এক শিশুর। নিহত শিশুটির নাম  রেশনা বেগম।

শুক্রবার (১৮ আগস্ট) বিশ্বনাথ উপজেলার জানাইয়া-নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। তার বাবার নাম রানু মিয়া।

এ বিষয়ে বিশ্বনাথ থানার এসআই রফিকুল ইসলাম বাদল জানান, শুক্রবার সকালে শিশুটি বাড়ির সামনের রাস্তায় হাঁটাহাঁটি করছিলো। এ সময় একটি কুকুর তাকে ধাওয়া করে। কুকুরটির ভয়ে দৌড়ে পাশের একটি মুরগির খামারে আশ্রয় নেয় রেশনা। এ সময় ওই ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় সে।

নিহত রেশনার মামা দিলোয়ার হোসেনের অভিযোগ, ওই খামারটিতে অবৈধভাবে নেয়া অনিরাপদ বিদ্যুৎ সংযোগ ছিলো। আর সে কারণেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেশনার মৃত্যু হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ফজর আলী বিষয়টি নিশ্চত করেছেন। তিনি জানান, পুলিশ শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ব্রেকিংনিউজ/এসটি/এনএআর

Ads-Sidebar-3
Ads-Sidebar-3
Ads-Sidebar-3
Ads-Top-1
Ads-Top-2