Ads-Top-1
Ads-Top-2

ঘুষের টাকাসহ হাতেনাতে আটক শিক্ষা অফিসার

স্টাফ করেসপন্ডেন্ট, ব্রেকিংনিউজ.কম.বিডি
৭ আগস্ট ২০১৭, সোমবার
প্রকাশিত: 05:40:00 আপডেট: 12:00:00
ঘুষের টাকাসহ হাতেনাতে আটক শিক্ষা অফিসার
ছবি: ব্রেকিংনিউজ.কম.বিডি

ঢাকা: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলামকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৭ আগস্ট) দুপুরে শিক্ষা অফিসারের নিজ কার্যালয়ে ১০ হাজার টাকা ঘুষ গ্রহণকালে তাকে আটক করা হয়। 

দুদক পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি টিম তাকে আটক করে।

নাসিম আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রেকিংনিউজকে বলেন, ‘শিক্ষা বিষয়ে প্রকল্পের কাজে অনৈতিক সুবিধা নেওয়ার জন্য জনৈক এক ব্যক্তি ঘুষের টাকা দেওয়ার সময় দুদক টিম হাতেনাতে ওই শিক্ষা অফিসারকে আটক করে।’

তিনি বলেন, ‘আনোয়ারুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলা শেষে তাকে আদালতে হাজির করা হবে।’

ব্রেকিংনিউজ/এমআই/এমআর

Ads-Sidebar-3
Ads-Sidebar-3
Ads-Sidebar-3
Ads-Top-1
Ads-Top-2