Ads-Top-1
Ads-Top-2

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

নিউজ ডেস্ক,
ব্রেকিংনিউজ.কম.বিডি
৩ মে ২০১৭, বুধবার
প্রকাশিত: 09:41:00 আপডেট: 12:00:00

ঢাকা : আজ ৩ মে, বুধবার। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে সারা বিশ্বে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশেষ গুরুত্বের সঙ্গে দিনটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হবে। 

১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক জাতিসংঘ ১৯৯৩ সাল থেকে এ দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। এবারে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘ক্রান্তিকালে সমালোচকের দৃষ্টি: শান্তিপূর্ণ, ন্যায়নিষ্ঠ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’।

দিবসটি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করবে। কর্মসূচিতর মধ্যে উল্লেখ্যযোগ্য, সকাল ১০টায় ন্যাশনাল প্রেস সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা, বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ইয়ুথ জার্নালিস্ট ফোরামের আলোচনা সভা।

ব্রেকিংনিউজ/ এসএ 

Ads-Sidebar-3
Ads-Sidebar-3
Ads-Sidebar-3
সর্বশেষ খবর
Ads-Sidebar-3
Ads-Top-1
Ads-Top-2