Ads-Top-1
Ads-Top-2

মে দিবসে আরইউজের আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট, ব্রেকিংনিউজ.কম.বিডি
২ মে ২০১৭, মঙ্গলবার
প্রকাশিত: 09:15:00 আপডেট: 06:02:47
ছবি: ব্রেকিংনিউজ

রাজশাহী: মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন। 

মঙ্গলবার (০২ মার্চ) বিকালে আরইউজে কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ।

সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, বিএফইউজে সদস্য জাবীদ অপু ও আনিসুজ্জামান, কোষাধ্যক্ষ তবিবুর রহমান মাসুম ও সাবেক কোষাধ্যক্ষ তৈয়েবুর রহমান প্রমুখ।

এছাড়া সভায় অন্যদের মধ্যে আরইউজে’র নির্বাহী সদস্য সাইফুর রহমান রকি, সদস্য সালাহউদ্দিন, গুলবার হোসেন জুয়েল, দুলাল আব্দুল্লাহ, শামীম আহমেদ, সরকার দুলাল মাহবুব, হুমায়ুন কবীর ও শরিফুল ইসলাম তোতা প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা থেকে গণমাধ্যমকর্মীদের নিয়োগপত্র প্রদান ও সরকারি নিয়ম অনুযায়ী ওয়েজবোর্ড বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

ব্রেকিংনিউজ.কম.বিডি/ এসডিএম/ এআর

Ads-Sidebar-3
Ads-Sidebar-3
সর্বাধিক পঠিত
Ads-Sidebar-3
সর্বশেষ খবর
Ads-Sidebar-3
Ads-Top-1
Ads-Top-2