Ads-Top-1
Ads-Top-2

এবার লাখো কণ্ঠে উচ্চারিত হবে বিদ্রোহী কবিতা

স্টাফ করেসপন্ডেন্ট,
ব্রেকিংনিউজ.কম.বিডি
২৯ এপ্রিল ২০১৭, শনিবার
প্রকাশিত: 01:10:00 আপডেট: 12:00:00
এবার লাখো কণ্ঠে উচ্চারিত হবে বিদ্রোহী কবিতা

ঢাকা: তরুণ সমাজের চেতনাকে জাগ্রত করতে এবার লাখো কণ্ঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা আবৃত্তির আয়োজন করা হয়েছে।
 
আসছে ১ মে, মহান মে দিবসে বিকেল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে লাখো কণ্ঠে এ কবিতা আবৃত্তি করা হবে।

নজরুল চর্চা কেন্দ্র (বাশরী) ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) যৌথ আয়োজনে এটি অনুষ্ঠিত হবে।
 
শনিবার (২৯ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির রাউন্ড টেবিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
 
সংবাদ সম্মেলনে  বক্তব্য রাখেন- নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব ইকরাম আহমেদ, বিশিষ্ট অর্থনীতিবিদ ও নজরুল বিশেষজ্ঞ সুজিত চৌধুরী, নজরুল সঙ্গীত শিল্পী সুজিত মোস্তফা, কবি কাজী নজরুল ইসলামের নাতনী অনিন্দিতা কাজী প্রমুখ।
 
বক্তারা বলেন, ‘আমাদের জাতীয় কবির এই অমর কবিতা আবৃত্তির মাধ্যমে বাংলাদেশের মানুষের বিশেষ করে তরুণ সমাজের চেতনাকে জাগ্রত করতে চাই। সমাজের অন্যায়-অবিচারের প্রতি লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতার মাধ্যমে বিদ্রোহীর চেতনা জ্বালিয়ে দিতে চাই।’
 
তারা বলেন, ‘কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তাকে আমরা জাতীয়ভাবে স্মরণ করতে চাই।’ 
 
১৯২১ সালে লেখা বিদ্রোহী কবিতা বাংলা ও বিশ্ব সাহিত্যের একটি মাইল ফলক। এটি ছিল হীনমন্যতা ও বৈষম্যহীন পৃথিবী গড়তে ব্যক্তি সমাজ জাতি তথা বিশ্ব মানবতাকে উঁচু করে দাঁড়াবার দীক্ষা দেয়।
 
বিদ্রোহী কবিতা লেখার শতবর্ষ উপলক্ষে বড় পরিসরে বড় আয়োজন করার প্রতিশ্রুতিও দেন আয়োজকরা।
 
বিদ্রোহী কবিতা আবৃত্তিতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকসহ কবি পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।
 
লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতার আবৃত্তি অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে আছে বেসকাররি চ্যানেল এটিএন বাংলা। এর আগে স্বাধীনতা দিবসে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে বিরল রেকর্ড করে বাংলাদেশ।
 
ব্রেকিংনিউজ/এজেডখান/এএইচ/এনএআর

Ads-Sidebar-3
Ads-Sidebar-3
Ads-Sidebar-3
Ads-Top-1
Ads-Top-2