Ads-Top-1
Ads-Top-2

সিলেটে নৌকাডুবিতে ২ জন নিখোঁজ

সিলেট ব্যুরো
ব্রেকিংনিউজবিডি.অনলাইন
২২ এপ্রিল ২০১৬, শুক্রবার
প্রকাশিত: 04:22:00 আপডেট: 06:02:47
সিলেটে নৌকাডুবিতে ২ জন নিখোঁজ

সিলেট: নগরীর গোয়াইনঘাটে নৌকা ডুবে দুইজন নিহত হয়েছেন। নিখোঁজেরা হলেন- সিলেট সদরের লাক্কাতুরা চা বাগান এলাকার মধু নায়কের ছেলে নয়ন নায়ক ও বছন লোহারের ছেলে গোপেন লোহার।
 
বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্থানীয় ভুগদার খালে এ ঘটনা ঘটে।
 
গোয়াইনঘাট থানার ওসি মো. দেলোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, উপজেলার নন্দির গাঁও ইউনিয়নের দাড়িরপারে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন সাতজন বাদ্যযন্ত্র শিল্পী। পথে রাত ১০টার দিকে তাদের ইঞ্জিনচালিত ছোট নৌকা দাড়িকান্দির ভুগদার খালে ডুবে যায়। এতে পাঁচজন সাঁতরে তীরে উঠলেও নয়ন ও গোপেনকে পাওয়া যায়নি।
 
স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান কাজ চলছে। ফায়ার সার্ভিসও যোগ দিয়েছে বলে জানান তিনি।
 
ব্রেকিংনিউজ/এসআই/এসএমএম

Ads-Sidebar-3
Ads-Sidebar-3
Ads-Sidebar-3
Ads-Top-1
Ads-Top-2